Home Trending Now এই রাজ্যে ফের ২৯ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল

এই রাজ্যে ফের ২৯ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হল

এইচ এন, ডেস্ক : করোনা নিয়ে সতর্ক এই রাজ্য। তাই সামনের দিনের কথা ভেবে বাড়ালো লকডাউন। করোনার সংক্রমণের নিরিখে দেশের মধ্যে ১১ নম্বর স্থানে রয়েছে তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের এই রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। এখন সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৭১ জন। করোনায় এরাজ্যে প্রাণ হারিয়েছেন ২৯ জন। আর ৫৮৫ জন মানুষ সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। তাই লকডাউনের মেয়াদ বাড়াল তেলেঙ্গানা সরকার।
তারা ২৯ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে। তেলেঙ্গানায় মন্ত্রিসভায় লকডাউন বড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিবৃতি জারি করে একথা জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্র শেখর রাও।লকডাউনের সঙ্গে বলবৎ হবে কারফিউও।
প্রতিদিন সন্ধ্যা ৭টার পর থেকে গোটা রাজ্যে কার্ফু বলবৎ থাকবে। শুধু মুদি দোকান, খাবার ও অত্যাবশ্যকীণ পণ্যের দোকানগুলি খোলা থাকবে। পাশাপাশি নির্মাণকাজের সঙ্গে যে দোকানগুলি সম্পর্কিত, যেমন সিমেন্টের দোকান, হার্ডওয়্যারের দোকান সেগুলি খোলা থাকবে। একইসঙ্গে কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত যে দোকানগুলি, মানে যে দোকানগুলি সার, বীজ ইত্যাদি বিক্রি করে, সেগুলিও খোলা থাকবে বলে জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।