শিলিগুড়ি, ৪ এপ্রিল। ঠিক হয়েছিল এবার ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করবেন। পুরনিগমের ২২ নং ওয়ার্ডের বাসিন্দা বাপন ঘোষ তার স্ত্রী পাঞ্চলীদেবীর ছোট্ট ছেলে রুদ্রায়ণ ঘোষের ৫ বছরের জন্মদিনের সেই অনুষ্ঠানের বন্ধ রাখলেন। সারা পৃথিবী সহ ভারতেও করোনার থাবা। চলছে লকডাউন। অনেক মানুষের এখন কাজ নেই। অসহায়। এই পরিস্থিতিতে তারা জন্মদিনের অনুষ্ঠান করতে চান না। সিদ্ধান্ত নেন অনুষ্ঠান বাবদ খরচ হওয়া টাকা তারা করোনার চিকিৎসা কিংবা আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সহায়তা করবেন। সেইমত তারা এজন্য রাখা সম্পূর্ণ অর্থ মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে দেন। শনিবার এসে তারা ছেলেকে নিয়ে এসে পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাতে ২৫ হাজার টাকার চেক দিয়েছে (ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া; চেক নং: 032433)। তারা বলেন, এই সময়ে সামান্য হলেও মানুষের পাশে থাকতে চাই। অনেকে সরাসরি সহায়তা নিতে চান না। তাই এই টাকা গরিবদের তথা সাধারণ মানুষের একটুকু উপকার হলে কৃতার্থ হব। এই চেক সযথাযথ ভাবে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান পর্যটনমন্ত্রী।