Home Top News উপাচার্যের দায়িত্ব পেয়ে ওমপ্রকাশ রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার নিলেন

উপাচার্যের দায়িত্ব পেয়ে ওমপ্রকাশ রেজিস্ট্রার, ফিন্যান্স অফিসার নিলেন

‌উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে তিন মাসের জন্য যোগ দিচ্ছেন ওমপ্রকাশ মিশ্র। দীর্ঘদিন ধরেই উপাচার্য সহ একাধিক আধিকারিকের পদ ফাঁকা থাকায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এনিয়ে সোমবারও ছাত্র বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদেরও আশঙ্কা ছিল কর্মীদের মাইনে পর্যন্ত আটকে যেতে পারে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওমপ্রকাশ মিশ্রকে ফের একবার তিন মাসের জন্য উপাচার্য নিয়োগ দেওয়া হয়। রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করেছেন।

মঙ্গলবার উপাচার্য দায়িত্ব বুঝে নিলেন। এদিন দায়িত্ব গ্রহণের পরপরই, তিনি আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিলের প্রিন্সিপাল সেক্রেটারি নুপুর দাসকে বিশ্ববিদ্যালয়ের কার্যকারী রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে তিনি সহযোগী অধ্যাপক অম্লান মজুমদারকে কার্যকারী ফিনান্স অফিসারের নিয়োগ দেন। তারা দুজন দু মাসের জন্য এই দায়িত্ব পেয়েছেন। উল্লেখ্য ৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ফিনান্স অফিসার নেই।

কয়েক মাস হল রেজিস্ট্রার অবসর নিয়েছেন। তার আগে এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেপ্তার হতেই অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রকে গত সেপ্টেম্বর মাসে তিন মাসের জন্য দায়িত্ব দেয় রাজ্য সরকার। এরপর একমাসের জন্য তাঁর দায়িত্বকাল বাড়ানোও হয়। কিন্তু সেই সময়কালও শেষ হয়ে যাওয়ায় উপাচার্য পদটি এতদিন ফাঁকাই ছিল। উপাচার্য ছাড়াও, রেজিস্ট্রার, ফিনান্স অফিসারের পদও ফাঁকা ছিল। সেই পদে স্থায়ী নিয়োগের জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। এদিন উপাচার্য বলেন, আচার্যর অনুমোদনের প্রয়োজন ছিল। সমস্ত মুলতুবি বিষয়গুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং অনুমোদন প্রক্রিয়াও শুরু হয়েছে।

এদিকে উপাচার্য সমস্যা মেটাতে এদিন থেকেই বৈঠক শুরু করে দিয়েছেন। এদিন তিনি এনবিইউ-এর অধিভুক্ত ৩২টি কলেজের অধ্যক্ষের সঙ্গে সংক্ষিপ্তভাবে আলাপ-আলোচনা করেছেন। উপাচার্য  দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেম পোদ্দারকেও সহযোগিতায় কথা জানিয়েছেন। উল্লেখ্য, ২৩ মার্চ দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন প্রেম পোদ্দার।