Home রাজ্য উত্তরবঙ্গ উপাচার্যদের সঙ্গে উত্তরকন্যা বৈঠকে বসলেন শিক্ষা মন্ত্রী

উপাচার্যদের সঙ্গে উত্তরকন্যা বৈঠকে বসলেন শিক্ষা মন্ত্রী

শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি: বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উত্তরকন্যায় বেলা ১ টা থেকে ওই বৈঠক শুরু হয়েছে। সেখানে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ পর্যটন মন্ত্রী গৌতম দেব। মূলত রাজ্য সরকারে পাশ করা বিশ্ববিদ্যালয় আইনের নতুন বিধি নিয়েই উপাচার্যদের সঙ্গে বৈঠক হওয়ার কথা শিক্ষামন্ত্রীর। জানাগেছে, বিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আধিকারিকদের কী ভাবে চলতে হবে, কী পদক্ষেপ করতে হবে, সে ব্যাপারেই আলোচনা হবে। পাশাপাশি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন নিয়েও জটিলতা রয়েছে।
অন্য দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি মাসে সমাবর্তন হলেও সেনেট বৈঠক আটকে রয়েছে। সব ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মূল চিন্তা রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব। এই প্রেক্ষিতে উপাচার্যদের সঙ্গে পার্থর বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই শিক্ষামহলের দাবি। কিছুদিন আগে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়ে গেল সামনেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফলে সেই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হবে কিনা সেসব বিষয় উঠে আসবে এ দিনের বৈঠকে। তবে প্রাথমিকভাবে জানা গেছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নতুন রাজ্যপাল আমন্ত্রিত থাকবেন কি থাকবেন না তা উঠে আসবে।