রাজগঞ্জ, ১৬ জুন: রাজগঞ্জের করোতোয়া এলাকার লায়ন্স আই হাসপাতালের কোয়ারান্টিন সেন্টারকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল করা হবে। মঙ্গলবার ওই কোয়ারান্টিন সেন্টারে থাকা আবাসিকদের সরিয়ে নেওয়া হয়। প্রস্তুতি চলছে।
রাজগঞ্জ ব্লকে দুইটি প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিন ছিল।
একটি লায়ন্স গ্রুপের করোতোয়া এলাকার আই হাসপাতাল এবং অন্যটি পানিকৌরি এলাকার বেসরকারি হোটেল।
মঙ্গলবারও করোতোয়া এলাকার লায়ন্স আই হাসপাতালের কোয়ারান্টিন সেন্টারে ১৫ জন এবং পানিকৌরি এলাকার কোয়ারান্টিন সেন্টারে ১৭ জন ছিল। এদিন আই হাসপাতাল থেকে আবাসিকদের পানিকৌরির কোয়ারান্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত অথচ উপসর্গ নেই, তাদের জন্য ওই হাসপাতাল করা হচ্ছে। নাম দেওয়া হয়েছে ‘সেফ হোম’। তারই প্রস্তুতি চলছে। আপাতত জলপাইগুড়ি সাব ডিভিশনের মধ্যে করোতোয়া এলাকার লায়ন্স আই হাসপাতাল এবং মালবাজার সাব ডিভিশনের মাটিয়ালীর কোয়ারান্টিন সেন্টারকে ‘সেফ হোম’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।