Home রাজ্য দক্ষিণবঙ্গ উপনির্বাচনে তিনটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস

উপনির্বাচনে তিনটিতেই জয়ী তৃণমূল কংগ্রেস

এইচ. এন. ডেস্ক, ২৮ নভেম্বর: রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ, খড়গপুর এবং করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হয়। গণনার ফলাফলে এগিয়ে পিছিয়ে থাকার পর অবশেষে তিনটি কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি একটিতেও জিততে পারেনি। বাম ও কংগ্রেস জোটও হেরে গিয়েছে। এই দিন কালিয়াগঞ্জে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তপন দেবসিংহ এবং হেরেছেন বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার। খড়্গপুরে জয়ী তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার এবং হেরেছেন বিজেপি প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল। করিমপুরে জয়ী তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহরায় এবং হেরেছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। চূড়ান্ত ফলাফল ঘোষণার পরেই ওই তিনটি কেন্দ্র ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে উল্লাসে মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই জয়ের পর কেন্দ্রের বিজেপিকে টিপ্পনী করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।