Home রাজ্য উত্তরবঙ্গ উদ্যোগী শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব

উদ্যোগী শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব

শিলিগুড়ি, ২ এপ্রিল: শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের পক্ষ থেকে আজ বৃস্পতিবার শিলিগুড়ি মহকুমা শাসক সুমন্ত সহায় এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১,০০,০০০(এক লক্ষ) টাকার চেক প্রদান করা হয়। সাথে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠিও দেওয়া হয়।
এর আগে শিলিগুড়ির সাংবাদিকরা পথে পথে অসহায় মানুষদের খাবার সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন। টানা কর্মসূচি ছিল তাদের। বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন তারা। এবার আর্থিকভাবে সাহায্য করলেন। যাতে অসহায় আক্রান্ত মানুষেরা উপকার পান।