উত্তর প্রদেশ থেকে এক নাবালিকাকে অপহরণের অভিযোগে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার যুবক

শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগে শিলিগুড়ি মাটিগাড়া থানা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাটিগাড়া পুলিশের সহায়তায় উত্তরপ্রদেশের পশ্চিম ফতেহগঞ্জ থানার পুলিশ নাবালিকাকে উদ্ধার করে। উদ্ধার হয় মাটিগাড়ার ঠোকরা এলাকা থেকে। ১৬ বছরের ওই নাবালিকার বাড়ি উত্তরপ্রদেশের পানবেরিয়া, বরৈলি। ধৃত যুবকের নাম বিশাল যাদব (২০)। তার বাড়ি উত্তরপ্রদেশের মেহেতরপুর, চয়নপুর বরৈলি এলাকায়। ফতেহগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জগেন্দর সিং জানিয়েছেন, গত বছর ৩ অক্টোবর নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় যুবক। পরিবারের পক্ষ থেকে পশ্চিম ফতেহগঞ্জ থানায় এফআইআর করে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে তারা হরিয়ানায় গা ঢাকা দিয়েছে। সেখান থেকে পালিয়ে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় অভিযুক্তের আত্মিয়র বাড়ি এসে ওঠে। তবে তারা মাটিগাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। গোপন সুত্রে খবর পেয়ে ফতেহগঞ্জ থানা থেকে একজন মহিলা পুলিশ কর্মী ও দুজন পুলিশের একটি দল শনিবার শিলিগুড়ি এসে পৌঁছায়। মাটিগাড়া থানায় পুলিশের সহযোগিতায় মাটিগাড়ার ঠোকরা এলাকা থেকে দুজনকে পাকড়াও করে। পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। এদিনই অভিযুক্ত সহ উদ্ধার হওয়া নাবালিকাকে ট্রেনে করে ফতেহগঞ্জ নিয়ে যাবার কথা। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির আইপিসি সেকশান ৩৬৩ ও ৩৬৬ ধারায় মামলা করা হয়।‌‌‌