Home রাজ্য উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিলিগুড়ি, ১০ নভেম্বর: উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তার উত্তরবঙ্গে থাকার কথা রয়েছে। সরকারি বেশকিছু কর্মকাণ্ডের পাশাপাশি উপনির্বাচনের প্রচার করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, উত্তরবঙ্গ সফরকালেই মুখ্যমন্ত্রী শিলিগুড়ি মেট্রোপলিটন পলিসের নতুন ভবনের উদ্বোধন করতে পারেন। এই নতুন ভবনের নাম দেওয়া হয়েছে পুলিশ ভবন। শিলিগুড়ির মল্লাগুড়ি পুলিশ লাইনে এই নতুন ভবনের কাজ কয়েক বছর আগে শুরু হয়েছিল। নবনির্মিত এই ভবনের কাজ প্রায় শেষ। কেবলমাত্র উদ্বোধনের অপেক্ষা। ছয় তলা এই ভবনে সমস্ত এসিপি, ডিসিপি, ডিসিপি হেডকোয়ার্টার ও পদস্থ কর্তাদের অফিসের জায়গা করা হয়েছে। এছাড়া এই বিল্ডিংয়ে থাকবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও স্পেশাল ব্রাঞ্চের অফিস।জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্তাদের অফিস শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই কারণে ‌ সাধারণ মানুষকে নানান কাজে ভোগান্তির মুখে পড়তে হয়। সেই সমস্যা নিরসনের জন্যই এক জায়গাতেই সমস্ত পুলিশ কর্তারা যাতে বসতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ রাজ্য সরকারের।‌ তবে ঠিক কবে এই কার্যালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তা এখনো জানা যায়নি।