উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে কোভিড হাসপাতালে ভর্তি করা হচ্ছে

শিলিগুড়ি, ২৫ মে: শিলিগুড়ি মহকুমা এলাকার খড়িবাড়ির বাসিন্দা এক মহিলার শরীরে করোনার হদিস মিলল। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্ত মহিলা চিকিৎসা সূত্রে মুম্বাইয়ে গিয়েছিলেন। তিনি ক্যানসারের রোগী। মুম্বাই থেকে ফিরে এলে তাকে বাতাসেতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়। স্বাস্থ্যে অবনতি দেখা দেওয়ায় মহিলাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইডি ভর্তি করে। সেখান থেকে তার সোয়াব সংগ্রহ করা হয়।

সোমবার রাতে ভিআরডিএল ল‍্যাব থেকে মহিলার রিপোর্ট পজিটিভ আসার পর কোভিড হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। ৫৯ বছর বয়সী মহিলা। স্বাস্থ্য দপ্তর থেকে মনে করা হচ্ছে মুম্বাইতে চিকিৎসা করতে গিয়েই করোনা সংক্রান্ত হন তিনি।