Home রাজ্য উত্তরবঙ্গ উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি আছে আক্রান্ত মহিলা

উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি আছে আক্রান্ত মহিলা

শিলিগুড়ি, ২৮ মার্চ: দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘাঁটি গাড়তে শুরু করেছে করোনা। ধরা পড়ল উত্তরবঙ্গে। এটা নিয়ে রাজ্যে এই নিয়ে আক্রান্তদের সংখ্যা ১৮। জানা গিয়েছে উত্তরবঙ্গ মেডিকেলে আইসোলেশনে রাখা হয়েছিল আক্রান্ত সেই মহিলাকে। এই প্রথম উত্তরবঙ্গে করোনা পজিটিভ। কয়েকদিন আগে জ্বর নিয়ে ওই মহিলা ভর্তি হন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। করোনা সন্দেহে করা হয় পরীক্ষা। নাইসেডে পাঠানো হয় আক্রান্ত মহিলার লালারসের নমুনা।
এদিকে শনিবার আরও দু’‌জনের শরীরে মিলল করোনার হদিশ। নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে একজন ৭৬ বছরের বৃদ্ধা, আর একজন ৫৬ বছরের প্রৌঢ়া। সূত্রের খবরে জানা গিয়েছে, দু’‌জনেই হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন। গতকালই একই পরিবারের পাঁচ জনের করোনা পজিটিভ ধরা পড়েছিল। তারপর এদিন আরও দু’‌জনের ধরা পড়ায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। নতুন করে আক্রান্ত দুজনেই পিয়ারলেসে ভর্তি থাকা ওই বৃদ্ধের আত্মীয় বলে জানা গিয়েছে। এগরার বিয়েবাড়িতে এরাও উপস্থিত ছিলেন। সেখান থেকেই সংক্রমণ ছড়ায় এদের দুজনের দেহেও। এদিকে এরপরও সজাগ না একাংশ জনতা। তাই প্রশাসনের পক্ষ থেকে ফের বার্তা ঘরে থাকার। জানা গেছে, মেডিকেলে করোনা পজেটিভ আসা মহিলার বাড়ি কালিম্পং। কর্মসূত্রে তিনি চেন্নাই গিয়েছিলেন। মহিলার বয়স ৪৫ বছর। তারপর মেডিকেলে ঘোরাঘুরি করে রেস্পেকটরি কেয়ার ইউনিটে ভর্তি হন। এদিন নাইসেড থেকে রিপোর্ট আসে পজিটিভ। এদিকে উত্তরবঙ্গে আরও উদ্বেগ বাড়ালো। কারণ এই মহিলা কতজনের সংস্পর্শে এসেছিলেন তা খুঁজে বের করা দরকার।