উত্তরবঙ্গ মেডিক্যালে দেওয়া হল প্রচুর পিপিই কিড, মাস্ক, গ্লাভস

শিলিগুড়ি, ১১ এপ্রিল: করোনা মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হল রক্ষাকবজ। এজন্য এগিয়ে এলেন অনেকেই। কোভিড-১৯ এর সাথে মোকাবিলা করতে এগিয়ে এসেছেন লায়ন্স ক্লাব, টি অকশন অ্যাসোসিয়েশন, সি আই আই, ডন বসকো এবং আরো অনেক সংস্থা। তারই ফলস্বরূপ আজ পি পি ই, মাস্ক সহ অন্যান্য চিকিৎসা সহায়ক উপকরণ সামগ্রী দান করলেন।
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, উত্তরবঙ্গ মারওয়ারী সেবা ট্রাস্ট, শিলিগুড়ি টি অকশন কমিটি, সিআইআই অ্যান্ড ওয়াইআই ও ক্রেডাই নর্থবেঙ্গল সংস্থা। এই পাঁচটি সংস্থা আজ একত্রে মোট ১২০০ পিপিই ও ৩০০০ মাস্ক সহ অন্যান্য সরঞ্জাম চিকিৎসা পরিষেবার স্বার্থে দান করলেন ।
পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাত দিয়ে ওই সামগ্রীগুলো উঃবঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্রুত পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়। অপ্রতুল ছিল এই সমস্ত জানিস। এখানকার ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের থেকে জানতে পেরে এগিয়ে আসেন তারা। যাতে করোনার বিরুদ্ধে ডাক্তাররা লড়াই করতে পারেন।