শিলিগুড়ি, ২৬ মে: নকশালবাড়ি ব্লকের অটল চা বাগান এলাকায় করোনা আক্রান্ত রোগীর হদিশের পর খুশির খবর এল। এবার ওই নকশালবাড়ির। করোনা আক্রান্ত এই মহিলার প্রসব করানো হল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সার্জিক্যাল গাইনি বিভাগে এই প্রথম কোনো করোনা আক্রান্ত রোগীর প্রসব করানো হল বলে জানা গিয়েছে। এদিন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা পিপিই কিট পেরে প্রসবের কাজ করেন। রাজ্য সরকার গাইডলাইনে মেনেই প্রসূতিকে ভর্তি করানো এবং শেষে প্রসব করা হয়।
সর্বোপরি সদ্যোজাত সন্তানকে ওই গাইডলাইন মেনে রাখা হয়।বর্তমানে করোনা আক্রান্ত মহিলা ও নবজাতক মেয়ে দুজনেই সুস্থ আছে। এবার নবজাতকের সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। আপাতত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থাকবেন এই করোনা আক্রান্ত মহিলা ও নবজাতক। এদিকে এই প্রসব করা নাকি সাফল্য বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক দল স্বাস্থ্যকর্মী সবাইকে ধন্যবাদ জানান হাসপাতাল সুপার ডাক্তার কৌশিক সমাজদার।