উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকস্তরে চালু হল টি সায়েন্স

শিলিগুড়ি, ৬ আগস্ট: দেশে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম। এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্নাতকস্তরে টি সায়েন্স নিয়ে পড়াশোনার সুযোগ। চলতি শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হল এই কোর্স। অন্যান্য সাধারণ পূর্ণ ডিগ্রী কোর্সের মতই এই বিষয়ে পড়ার সুযোগ মিলবে এখানে। উত্তরবঙ্গের বৃহৎ চা শিল্পে ডিগ্রিধারীদের যোগান দিতে এবার কাজে আসবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট কাউন্সিলের সচিব ড. নুপুর দাস জানান, এটা একটা দৃষ্টান্ত। সারাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়া এভাবে স্নাতকস্তরে কোথায় টি সায়েন্স পড়ানো হয় বলে আমরা জানি না। এখানেই প্রথম চালু করলাম আমরা। এই বিশেষ পড়লে বড় কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এদিকে এই বিষয় খোলায় খুশির মহল পড়ুয়া থেকেছাত্র সংগঠনের মধ্যে। ধন্যবাদ জানিয়েছে ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে নতুন নতুন কোর্স চালু হচ্ছে। দু’বছর ধরে বিশ্ববিদ্যালয় অধীনে পাহাড়ের পেডংএর একটি কলেজে পড়ানো হয় জিওলজি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কোনও কলেজে এই বিষয়ে নেই। ১৫ আসন রয়েছে এ বিষয়ে। এর পাশাপাশি আরও একটি নতুন বিষয় দু’বছর ধরে পড়ানো হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।এনথ্রপলজি। আসন রয়েছে ২০টি। এই দুটি বিষয়ই বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা নিতে পারবেন। এবার চালু হল বিজ্ঞান বিভাগেরই টি সায়েন্স। ২০ টি আসন রয়েছে এই বিভাগেও। জানা গেছে, উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারা বিজ্ঞান বিভাগে এই বিষয়টি নিতে পারবেন। তাদেরকে বায়োলজি, মাইক্রোবায়োলজি, এবং কেমিস্ট্রি মতো বিষয়গুলোকে বাছাই করতে হবে। তিন বছরের এই কোর্স অন্যান্য সাধারণ কোর্সের মতই।
আগামী ১০ আগস্ট থেকে অনলাইনে সমস্ত কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। তখন থেকেই এই বিষয়টিতে আবেদন করা যাবে। তবে কোন কলেজে এবিষয়টি পড়ানো হবে না। একমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদা বিভাগ করে এই বিষয়টি পড়ানোর জন্য নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্রাজুয়েট কাউন্সিলের সচিব বলেন, এখানে ফ্যাকাল্টি সমস্যা নেই এমএসসিতে টি সায়েন্স পড়ানো হয়। তারাই পড়াবেন এই বিষয়টি। চা শিল্পের আমরা যদি প্রশিক্ষিত কাউকে পৌঁছে দিতে পারি তবে মন্দার মুখ থেকে ঘুরে দাঁড়াতে পারবে উত্তরবঙ্গের এই বৃহৎ শিল্প টি। দেশজুড়ে এর বিরাট কর্মসংস্থান রয়েছে।

©গিরিশ মজুমদার