Home রাজ্য উত্তরবঙ্গ উত্তরবঙ্গে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

উত্তরবঙ্গে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

শিলিগুড়ি, ৩১ মে: একদিকে লকডাউন শিথিল করা হচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গে বেড়ে চলেছে করোনা সংক্রামিতের সংখ্যা। উত্তরবঙ্গে নতুন করে ৪৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তার মধ্যে একজন প্রসূতি রয়েছেন। তার প্রসব যন্ত্রণা হওয়ায় আপাতত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে । বাকিদের মধ্যে কোচবিহারের ৩৭ জন , আলিপুরদুয়ারের ৫ জন এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও কদমতলার মোট ৪ জন।
জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই ভিন রাজ্য থেকে ফেরত এসেছেন। ওই প্রসূতি বাদে দার্জিলিং জেলার বাকি ৩ জন এবং আলিপুরদুয়ারের ৫ জনকে মাটিগাড়ার হিমাঞ্চল বিহারের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরবঙ্গে ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সব মহল।