শিলিগুড়ি, ২৯ ফেব্রুয়ারি: এই রেল চালানো নিয়ে অনেক রাজনীতি হয়েছে। দাবি-দাওয়া প্রতিশ্রুতি অনেক হয়েছে। এবার চালু হয়ে গেল ট্রেনটি। উদ্যোগী কেন্দ্রীয় রেল দপ্তর ও রায়গঞ্জের বিজেপি সাংসদ। যেন রায়গঞ্জে স্বপ্নপূরণ। আজ শনিবার থেকে চালু হচ্ছে দিনের বেলায় নতুন হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনটি। উদ্বোধন উপলক্ষে এলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি। আসেন। বিমানে বাগডোগরা নামেন এরপর বিশেষ ট্রেনে রওনা হয়ে যান রায়গঞ্জের রাধিকাপুরে। যাওয়ার আগে বাগডোগরায় তিনি জানান, এলাকায় প্রতাশ্যা পূরনে পাশে থাকবে ভারতীয় রেল।
এদিকে তিনি সেবক রংপো রেল পথ নিয়ে বলেন, রাজ্য সরকার জমি দিতে না পারলে সেবক থেকে রংপুর পর্যন্ত রেল লাইনের প্রকল্প করা কঠিন। সম্ভব রেলপ্রতিমন্ত্রী সুরেশ সি আংদি শনিবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন। এদিন তিনি আরও বলেন, রাজ্য সরকার জমি দিতে ব্যর্থ হয় সেখানে রেল বা কেন্দ্রীয় সরকার কোনো কাজ করতে পারে না। এদিন তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে এরপর বাগডোগরা রেলস্টেশনে এসে বিশেষ ট্রেনে করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রওনা দেন। এদিন মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রায়গঞ্জে সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্ব ও কার্যকর্তাবৃন্দ। নতুন রেল পেয়ে খুশি রায়গঞ্জবাসী।