রাজগঞ্জ, ৬ মার্চ: উত্তরবঙ্গের বাংলা সাহিত্য নিয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হল রাজগঞ্জ কলেজে। কলেজের ইন্টার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সহযোগিতায় ওই আলোচনাচক্রের আয়োজন করা হয়। শুক্রবার ওই আলোচনা চক্রে উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ, রামপুরহাট কলেজ ছাড়াও গৌহাটি বিশ্ববিদ্যালয় ও মেঘালয়ের তুরা গভর্ণমেন্ট কলেজের বাংলা বিভাগের অধ্যাপকরা অংশগ্রহণ করেন। আলোচনা চক্রে উঠে আসে মূলত উত্তরবঙ্গের সাহিত্য এবং সাহিত্যিকদের কথা। তারা বলেন, প্রাচীনকাল থেকে উত্তরবঙ্গের বিষয়গুলি স্থান পেয়েছে বাংলা সাহিত্যে। উত্তরবঙ্গকে বাদ দিয়ে বাংলা সাহিত্য খুব কম দেখা যায়। কিন্তু সহযোগিতা ও প্রচারের অভাবে উত্তরবঙ্গের ভালভাল সাহিত্যিকরা অন্ধকারেই থেকে যাচ্ছেন। এছাড়া কলকাতার কিছু নামকরা প্রকাশক সেখানকার সাহিত্যিকদের লেখা প্রকাশ করছেন। ফলে সেখানকার সাহিত্যিকরা সব সময় প্রচারের আলোতে থাকছেন। কিন্তু উত্তরবঙ্গের সাহিত্যিকরা অবহেলিত। তাই উত্তরবঙ্গের সাহিত্য এবং সাহিত্যিকদের বিষয় বিষয় নিয়ে এদিনের আলোচনা চক্রের আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী আলোচনা চক্রে গৌহাটি বিশ্ববিদ্যালয়, মেঘালয়ের তুরা গভর্ণমেন্ট কলেজ, রামপুরহাট কলেজ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ এবং শিলিগুড়ি মহিলা কলেজ সহ উত্তরবঙ্গের আরও বেশকিছু কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন।