উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে কেন্দ্রের প্রতিনিধি দল

শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ কেন্দ্র ও রাজ্যের অনেক বাকবিতণ্ডার পর অবশেষে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেছে কেন্দ্রের প্রতিনিধি দল । শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির করোনা পরিস্থিতির খোঁজ নেন । বৃহস্পতিবার তারা বিভিন্ন জায়গা পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে ।
সোমবার কেন্দ্রের এক প্রতিনিধি দল কলকাতায় এবং অন্য এক প্রতিনিধি দল শিলিগুড়িতে আসেন । কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব বিনীত যোশী সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল বাগডোগরা বিমান বন্দরে নেমে ? রানিডাঙ্গায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে পৌঁছান । এদিকে এ রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল আসা নিয়ে কেন্দ্র – রাজ্য বাক সংঘাত শুরু হয় । এভাবে একদিন কেটে যাওয়ার পর বুধবার কেন্দ্রের প্রতিনিধি দল জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধনের সঙ্গে বৈঠক করেন ।

কেন্দ্রের প্রতিনিধি দল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কোথায় কোথায় কোয়ারেন্টিন সেন্টার, আইসোলেশনে কি ধরনের ব্যবস্থা রয়েছে এবং কোন এলাকা সিল করা হয়েছে, এসব নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে । আগামী কাল তারা পরিদর্শনে বের হবেন ।