নিজস্ব প্রতিবেদন, ১৫ ডিসেম্বর: ক্যাব এর বিরোধিতায় উত্তপ্ত রাজ্যের বিভিন্ন এলাকা। কোথাও ট্রেন জ্বলছে, স্টেশন জ্বলছে, বাস পুড়ছে। এরপর রেল অবরোধ, কোথাও রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ্যের। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই কড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ রবিবার থেকেই রাজ্যের ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে এমনটাই জানানো হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবেদন করেছেন শান্তি বজায় রাখতে। মন্ত্রী ফিরহাদ ববি হাকিম সহ রাজ্য সরকারের বারবার আহ্বান সত্বেও কয়েকটি ধর্মীয় সংগঠন বিভিন্ন জায়গায় জমায়েত ও হাঙ্গামা বাধানোর চেষ্টা করছে বলে খবর। তা যাতে না বাড়ে তাই আপাতত রাজ্যের শান্তি ও সাধারণ মানুষের স্বার্থে বাতিল করা হল ইন্টারনেট পরিষেবা। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনার বারাসত ও বসিরহাট মহকুমা। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেই বন্ধ হল ইন্টারনেট পরিষেবা।
গত শনিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে তোলপাড় হয়ে ওঠে মুর্শিবাদ, মালদা, হাওড়া। মুর্শিদাবাদ জেলার কৃষ্ণপুর স্টেশনে জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি ট্রেন। ভাঙচুর করা হয় স্টেশন। এছাড়াও হাওড়ার সলপ, কোনা এক্সপ্রেসওয়ে, উলুবেড়িয়া, উনসানি সহ বেশ কয়েক জায়গায় তোলপাড় করে উন্মত্ত জনতা। আগুন লাগানো হয় ১৫টি গাড়িতে। ভাঙচুর করা হয় স্টেশন ও ট্রেন। রবিবার দক্ষিণ ২৪ পরগনার মাল্লিকপুর স্টেশন অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। আজ রবিবারও প্রায় একই পরিস্থিতি। এর আগে দার্জিলিং পাহাড়ে উত্তপ্ত হলে ইন্টারনেট পরিষেবা দীর্ঘদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। এর আগে জম্মু কাশ্মীরে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট। এবার এই রাজ্যে।