Home রাজ্য উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা জুন মাসে, জানালেন মুখ্যমন্ত্রী

উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা জুন মাসে, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ এপ্রিল: করোনার জন্য স্থগিত রাখা হয়েছিল উচ্চমাধ্যমিকের কয়েকটি পরীক্ষা। চিন্তিত পরীক্ষার্থী সহ ওই অভিভাবক রা। আজ আশার বাণী শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন,
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে চলতি বছরের জুন মাসে ৷
করোনার সতর্কতায় স্থগিত করা হয় এ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২৩, ২৫ ও ২৭ মার্চের তিনটি পরীক্ষা আপাতত স্থগিত রয়েছে। করোনা সতর্কতায় আইসিএসই এবং আইএসসি পরীক্ষাও স্থগিত রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, উচ্চমাধ্যমিকের যে কয়েকটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে তা আপাতত জুন মাসে পরীক্ষা পরিকল্পনা নেওয়া হয়েছে।