বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ: ঈদের ছুটিতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। একজন পুলিশ আধিকারিক এবং অন্যজন সরকারি আধিকারিক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশালে। মৃতরা হলেন ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার এসআই ফাইয়াজুল ইসলাম (৩৩) এবং হবিগঞ্জ দুদক কার্যালয়ের উচ্চমান সহকারী মহম্মদ ইমদাদুল হক মল্লিক (৩৫)। তারা দুজনে সম্পর্কে তুতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফাইয়াজুল ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং ইমদাদুল গৌরিপাশা গ্রামের আব্দুল লতিফ মল্লিকের ছেলে। তারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ঈদের দিন ( শনিবার ) বিকালে বরিশাল নগরীর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে ইমদাদুলকে নিয়ে বাড়ি ফিরছিলেনফাইয়াজুল। বরিশাল-ঝালকাঠি সড়কের রূপাতলী বসুন্ধরা হাউজিং এলাকায় দুর্ঘটনা ঘটে। রূপাতলী বাস টার্মিনালগামী হিমেল পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাইয়াজুলের। গুরুতর আহত হন ইমদাদুল। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনার পর বাস ফেলে পালিয়ে যায় চালক ও সহকারি। বাসটি আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।।