Home রাজ্য উত্তরবঙ্গ ইসলামপুর হাসপাতালের কনফারেন্স রুমে কালো ধোঁয়া

ইসলামপুর হাসপাতালের কনফারেন্স রুমে কালো ধোঁয়া

ইসলামপুর, ২৪ ফেব্রুয়ারি: ইসলামপুর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলের এসিতে আগুন লাগায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কে রোগীরা হুড়োহুড়ি করে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে পড়েন। ইসলামপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল বাহিনীর দাবি আগুন নিয়নন্ত্রনে। হাসপাতালের ওয়ার্ডের ধোয়া অনেকটাই কমেছে।
বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে আচমকাই আগুন দেখতে পান রোগী এবং রোগীরা আত্মীয়রা। আগুনের কালো ধোয়া হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। কালো ধোয়া ওয়ার্ডে ছড়িয়ে পড়ায় রোগীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে রোগীরা হুড়োহুড়ি করে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌছে যান রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইয়ালাল আগরওয়াল। আগুনের ব্যাপকতা কিছুটা কমলে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকল বাহিনী জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে কনফারেন্স হলের এসি তে আগুন লেগেছিল। আগুনের কালো ধোওয়া ওয়ার্ডে ছড়িয়ে পড়ায় রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।ওয়ার্ডের দরজা জানালা বন্ধ থাকায় এই সমস্যা আরো প্রকট হয়েছিল।দমকল বাহিনীর কর্মিরা দরজা জানালা খুলে দেবার পর ওয়ার্ড থেকে ধোওয়া বেরিয়ে যায়। তারপরই ওয়ার্ডের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।