শিলিগুড়ি,১০ জানুয়ারিঃ উত্তরবঙ্গে রেল পরিসেবায় বড় সংযোগ। আজ শুক্রবার থেকেই এনজেপি স্টেশন থেকে যাত্রা শুরু করবে ইলেকট্রিক ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুভানন চন্দ জানান।
এর আগেই ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে শিয়ালদহ থেকে এনজেপি এসে পৌঁছেছে দার্জিলিং মেল।পাশাপাশি আজ হাওড়া থেকে ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে এনজেপি অভিমুখে রওনা দেবে শতাব্দী এক্সপ্রেস। পাশাপাশি ইলেকট্রিক ইঞ্জিনের সাহায্যে এনজেপি থেকে ছাড়বে মালদা টাউন প্যাসেঞ্জার। রেল সূত্রে খবর, দার্জিলিং মেল, শতাব্দী, থেকে আরও বেশ কয়েকটি ট্রেন চলবে।