ইতালি থেকে ফিরলেন ২৬৩ জন ভারতীয় ছাত্র ছাত্রী

এইচ.এন. ডেস্ক, ২২ মার্চঃ ইতালি থেকে ২৬৩ জন ভারতীয় ছাত্রকে নিয়ে দিল্লিতে পৌঁছালো বিশেষ বিমান। শনিবার সন্ধ্যায় রোম থেকে এয়ার ইন্ডিয়ার এই বিশেষ বিমান টেক-অফ করেছিল৷
করোনা ভাইরাসের জেরে আতঙ্কিত সারা বিশ্ব। তাই করোনা ভাইরাসের জের যে সমস্ত ভারতীয় ছাত্র ছাত্রী ইতালিতে পড়াশোনা  করতে গিয়েছিলেন, তাদেরকে নিয়ে বিশেষ এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছল দিল্লিতে। তবে ২৬৩ জন ছাত্রকে দিল্লি বিমানবন্দের ইমিগ্রেশন ও থার্মাল স্ক্যানিয়ের পর বিশেষ পর্যবেক্ষেণের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানা গিয়েছে৷