Home Top News আলুর হিমঘর ভেঙে পড়ে মৃত্যু হল অনেকের

আলুর হিমঘর ভেঙে পড়ে মৃত্যু হল অনেকের

হেডলাইন নিউজ ডেস্ক, ১৭ মার্চ: জানাগেছে, কয়েকদিন আগেই তৈরি হয়েছিল বাড়িটি। তার নীচের তলায় আলু মজুত রাখতে হিমঘর তৈরি করা হয়। আগেই থেকেই খুব একটা ভাল অবস্থাতে ছিল না বাড়িটি। এবার সেই বাড়ি ভেঙে পড়েন গেল অনেকের। ঘটনাটি উত্তর প্রদেশের।
উত্তরপ্রদেশে ভেঙে পড়ল আলুর হিমঘরগি। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ উত্তরপ্রদেশের সম্বলপুরে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় এনডিআরএফ এবং এসডিআরএফের টিম। আপাতত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের।


এনিয়ে সম্বলের এসপি চক্রেশ মিশ্র জানান, ধ্বংসস্তূপ সরানোর পরেই হিমঘরটি ভেঙে পরার আসল কারণ জানা যাবে। ইতিমধ্যেই বাড়ির দুই মালিক অঙ্কুর আগরওয়াল এবং রোহিত আগরওয়ালেরকে আটক করা হয়েছে। আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। এই দুর্ঘটনায় এডিএম পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মোরাদাবাদের ডিআইজি সলভ মাথুর। তবে গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়।