আরও ৯ জনের শরীরে করোনা, ভারতে আক্রান্ত বেড়ে ৫৬ জন

শিলিগুড়ি ও দিল্লি, ১১ মার্চ: আক্রান্তের সংখ্যা বাড়ছেই। নতুন করে আক্রান্ত যাতে না হয় তার জন্য চেষ্টা চলছে। কিন্তু একদিনে ভারতে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে ছয়জন কেরালা ও তিনজন কর্ণাটকের বাসিন্দা। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৫৬ জন।
কেরালায় গত তিন দিনে করোনাভাইরাসের ১২টি নতুন পজিটিভ কেস পাওয়া গেছে। অত্যন্ত ছোঁয়াছে এই ভাইরাস সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেরালা সরকার। করোনাভাইরাস সন্দেহে কেরালার মোট ২৭০ জনের ওপর মেডিকেল টিম নজরদারি চালাচ্ছে। এদের মধ্যে ৯৫ জন ‘হাই-রিস্ক ক্যাটাগরি’তে রয়েছেন।
মঙ্গলবার সকালেই করোনাভাইরাসের জেরে ইরানে আটকে পড়া ৫৮ জন ভারতীয়কে এয়ার লিফট করে দেশে ফিরিয়ে এনেছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমান। এয়ারক্র্যাফ্ট সি-১৭ গ্লোবমাস্টার দেশের মাটি ছোঁয়ার পর ‘মিশন কমপ্লিটেড’ বলে টুইট করেন পররাষ্ট্র মন্ত্রী এস জয়শংকর। কেরালা, দিল্লি, উত্তরপ্রদেশে ও তেলেঙ্গানার পর সোমবার করোনা হানা দেয় কর্নাটক, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে।
জানা গেছে করোনা ভাইরাস প্রথম ঢুকেছিল কেরলে।তিনজন আক্রান্ত হয়েছিলেন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু সংক্রমণ ছড়াচ্ছে। এখন পর্যন্ত কেরলে ১২ জন আক্রান্ত। তাদের মধ্যে তিনজন সদ্য ইতালি থেকে ফিরেছেন। তাদের সংস্পর্শে এসে আরও ৮ জন আক্রান্ত হয়েছেন। দিল্লি, কর্ণাটক, কেরল, উত্তর প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সে কারণে বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি পাশাপাশি বসানো হয়েছে বিশেষ ক্যাম্প। শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি বাংলাবান্ধা সীমান্ত, কোচবিহারের চ্যাংড়াবান্ধা বুড়িমারী সীমান্ত।একইভাবে মহাদেবপুরে চলছে পর্যবেক্ষন। ভুটান গেট, নেপাল সীমান্তে ক্যাম্প বসানো হয়েছে।
স্বাস্থ্য দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। করোনা ঠেকাতে বেশকিছু বার্তাও রয়েছে। তার মধ্যে মাস্ক পড়া, বারেবারে হাত ধোয়া।। পরিচ্ছন্ন থাকা। ভিড়ভাট্টা, হাঁচি, কাশি এড়িয়ে চলা।