Home রাজ্য উত্তরবঙ্গ আমরা হাসির পাত্র নই, মিছিল করে প্রতিবাদ সমকামীদের

আমরা হাসির পাত্র নই, মিছিল করে প্রতিবাদ সমকামীদের

শিলিগুড়ি, ২৯ ডিসেম্বর: অধিকারের দাবিতে আন্দোলন শুরু করলেন সমকামীরা। শিলিগুড়ির এয়ার ভিউ মোড় থেকে সেবক মোড়ে পর্যন্ত বিভিন্ন সংগঠন সমকামী মানুষদের অধিকারের দাবীতে প্রতিবাদ মিছিল বের করে। এই প্রতিবাদ মিছিলে অংশ নেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। এদিন বিভিন্ন ষ্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা তারা জানান সমকামীদের সামাজিক সুরক্ষা দিতে হবে সরকারকে। সমকামী মানুষ মাত্রই অবহেলিত হন সমাজে হাসির খোরাক হন। তারা যাতে সমাজে মাথা উচু করে বাচতে পারেন সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। এদিন সংগঠনের সদস্যদের হাতে ছিল সমকামীদের সামাজিক সুরক্ষার জন্য আবেদন। মিছিলটি শিলিগুড়ির হিলকার্ট রোড এবং সেবক রোডে হয়ে এয়ারভিউ মোড়ে শেষ হয়।