এইচ.এন.ডেস্ক, ২০ মে: ঘূর্ণিঝড় ‘আমফান’ বাংলায় ঢোকার আগেই তার প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি । উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে । সেই সঙ্গে হাওয়া বইছে ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার শুরুতে ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার, ক্ষেত্র বিশেষে ৯৫ কিলোমিটার বেগে ঝড় হবে। সঙ্গে বৃষ্টি হবে। কলকাতায় ঝড়ের গতি থাকতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার । পরবর্তীতে ঝড়ের বেগ আরও বাড়তে পারে। তবে উপকূলে ঝড়ের গতি ১৬৫ থেকে ১৭৫ কিলোমিটার, এমনকি বেড়ে ১৮৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।
মৌসম ভবন জানিয়েছে, এদিন দুপুর নাগাদ ‘আমফান’ পারাদীপ থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ, দিঘা থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম অবস্থানে ছিল। উপকূলে আছড়ে পড়ার পর তার গতি আরও কিছুটা কমে অতি–প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়া বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে।