আমফানে ক্ষতিগ্রস্ত এ রাজ্যকে ১০০০ কোটি টাকা দেবে কেন্দ্র

কলকাতা, ২২ মে: আমফানে ব্যাপক ক্ষতি হয়েছে এ রাজ্যের দক্ষিণবঙ্গে । বিশেষ করে ক্ষতি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা । এই ক্ষতিপূরণে চিন্তায় রাজ্য সরকার । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শুক্রবার কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একই হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী । সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর ।
অন্য একটি কপ্টারে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান সহ আরও কয়েকজন।
পরিদর্শনের পর প্রধানমন্ত্রী বলেন, আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। বাংলাকে আপৎকালীন সাহায্য হিসেবে ১০০০ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমফানের কারণে নির্মাণ, ব্যবসা, কৃষি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি ও সেখানকার পরিস্থিতির সবিস্তার সমীক্ষার জন্য কেন্দ্র একটি দল পাঠাবে। পুনর্বাসন ও পুনর্নির্মাণের সব দাবি মেটানো হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, ‘আমফানে কারণে ক্ষয়ক্ষতি ও সেখানকার পরিস্থিতির সবিস্তার সমীক্ষার জন্য কেন্দ্র একটি দল পাঠাবে। পুনর্বাসন ও পুনর্নির্মাণের সব দাবি মেটানো হবে।’ মোদী জানান, ‘আমি সবার সঙ্গে যোগাযোগ রাখছিলাম। ক্ষয়ক্ষতি কমাতে সবরকমভাবে চেষ্টা চালিয়েছি। সবার প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আর রাজ্যের এই সংকটে আমরা পাশে আছি।