Home রাজ্য উত্তরবঙ্গ আন্দোলনের জেরে ডুয়ার্সে আটকে বহু পর্যটক, ক্ষতির মুখে পর্যটন শিল্প

আন্দোলনের জেরে ডুয়ার্সে আটকে বহু পর্যটক, ক্ষতির মুখে পর্যটন শিল্প

জলপাইগুড়ি, ১৭ ডিসেম্বর: আন্দোলনের জেরে উত্তরবঙ্গগামী এবং কোলকাতাগামী দুরপাল্লার অধিকাংশ ট্রেন বাতিল হাওয়ায় ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত। বড়দিনের আগে পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছে। ট্রেন বাতিলের কারনে সোমবার ডুয়ার্সের লাটাগুড়ি, জয়ন্তী মিলিয়ে প্রায় ৪ হাজার পর্যটক ডুয়ার্সে আসতে পারেননি বলে পর্যটন ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে। এছাড়া প্রায় হাজার খানেক পর্যটক ডুয়ার্সে আটকে রয়েছেন।
বড়িদিনের আগে ১০ তারিখ থেকে নতুন বছরের ৫ তারিখ পর্যন্ত বুকিং করেছেন পর্যটকেরা ডুয়ার্সের বেসরকারি রিসর্টগুলিতে। তাই ভালো লাভের মুখ দেখবেন বলে আশায় ছিলেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা।
লাটাগুড়ি রিসর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব জানান, এমনিতেই এখন ট্রেন বাতিলের কারনে ডুয়ার্সে ১ হাজার পর্যটক আটকে রয়েছেন। বাসে টিকিটও চড়া দামে পাওয়া যাচ্ছেনা। তার উপর ১৬ তারিখ থেকে প্রায় ৩ হাজারের বেশী পর্যটক মুলত কোলকাত ও দক্ষিনবঙ্গের বিভিন্ন জেল থেকে বেসরকারি কটেজ আগে থেকেই বুকিং করে রেখেও ট্রেন বাতিলের জন্য আসতে পারেনি। বিড়দিনের এই মরশুমে ডুয়ার্সের পর্যটন ব্যবসা কয়েকশো কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ।
ডুয়ার্সে বেড়াতে আসা কোলকাতার টালিগঞ্জ থেকে জয় গোস্বামি, বালিগঞ্জের কাঞ্চন দে, রামপুরহাটের শ্রেয়সী মুখার্জি ও বিশ্বজিত কুন্ডু প্রমূখ বলেন, আমরা ট্রেনের টিকিট কেটেও কেউ বাড়ি ফিরতে পারছিনা। ডুয়ার্সে আটকে আছি। কবে ফিরতে পারবো জানিনা। খুব চিন্তায় আছি।