ধূপগুড়ি, ৮ মার্চ: ধূপগুড়ির একটি সেচ্চাসেবী সংগঠন ইচ্ছেডানা ওয়েলফেয়ার ফউন্ডেশনের পরিচালনায় ও নর্থ পয়েন্ট কে.জি. স্কুলের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হল। এদিন গয়েরকাটায় (সাকোঁয়াঝোরা ১নং অঞ্চলে) ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-গয়েরকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলোরা দাস ও পরিচালন সমিতির সভাপতি মানস চক্রবর্তী। এছাড়া বানারহাট থানার সাব ইন্সপেক্টর অমল চন্দ্র সরকার, অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর অঞ্জন রায়, শহীদ শুভেন্দু রায়ের সহধর্মিণী অঞ্জনা রায়, প্রধান শিক্ষিকা কবিতা রায়, পঞ্চায়েত সদস্য তথা কৃষি সঞ্চালক রঞ্জিত লাকড়া, পঞ্চায়েত সদস্যা কিরন কেরকেট্টা, পঞ্চায়েত সদস্য দাউদ রাভা, আইনি সহায়ক রাম সুর, বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সোমা চক্রবর্তী, সরস্বতী রায়, প্রধান শিক্ষক তথা বিশিষ্ট সাংবাদিক রাজেশ প্রধান, চন্দনাদেবী, প্রধান শিক্ষক দিপক সেনগুপ্ত, বিশিষ্ট সমাজ সেবী বৃন্দাবন বারুই, উমাশঙ্কর পাশোয়ান, বুড়া দাস। এছাড়াও এদিন সমাজের বিশিষ্ট পাঁচ জন নারীকে ইচ্ছেডানার তরফে সন্মানিত করা হয়। এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন চন্দন রায়।