আন্তর্জাতিক ক্যারাটেতে স্বপ্ন নিয়ে পারি দিতে চলেছে শিলিগুড়ির পাঁচ প্রতিভা!

শিলিগুড়ি, ১৩ ডিসেম্বর: আগামী ২০ থেকে ২২ ডিসেন্বর বাংলাদেশের ঢাকায় BKSP অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক (GOJU-RYU) ক্যারাটে চাম্পিয়ানশিপ। তাতে ভারতীয় দলের হয়ে খেলবে শিলিগুড়ির পাঁচ প্রতিভা। তারা হল সুপ্রিয়া রায়, বাসন্তী বর্মন, পরিমল সিংহ, বিশ্বজিত অধিকারী ও আযুস। এরা সকলেই এর আগে আন্তর্জাতিক ও বিশ্ব চাম্পিয়ানশিপেয়েও খেলে এসেছে।