Home রাজ্য উত্তরবঙ্গ আত্মীয়র বাড়িতে চুরির অভিযোগে ভাই ও বোন গ্রেপ্তার

আত্মীয়র বাড়িতে চুরির অভিযোগে ভাই ও বোন গ্রেপ্তার

রায়গঞ্জ, ২৫ ফেব্রুয়ারি: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ধৃতরা হল কালিয়াগঞ্জ থানার ডালিমগাঁও গ্রামের বাসিন্দা প্রণব রায় (৩০) এবং তার বোন সাবিত্রী বর্মন (২০)। ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তাদেরকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ থানার ডালিমগাঁওয়ের সহদেব বর্মনের বাড়িতে ঘুরতে এসেছিলেন দুই আত্মীয় প্রণব রায় ও সাবিত্রী বর্মন রায়। এক রাত থেকে পরদিন তাঁরা চলে যায়। যাওয়ার পর পরিবারের লোকেরা লক্ষ্য করেন তাদের আলমারিটির তালা ভাঙ্গা। পাঁচ ভরি সোনা উধাও। ঘটনা নিয়ে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই আত্মীয়কে গ্রেপ্তার করে। প্রণব রায়ের বাড়ি থেকে কিছু টাকা উদ্ধার হয়। ধৃতরা চুরির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।