ইসলামপুর, ২৫ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুর জেলার আরেকটি জায়গা হল চোপড়া । এই নামেই আতঙ্ক রয়েছে। গুলি, বোমের আওয়াজ।
এবার ইসলামপুর পুলিশ জেলার নতুন পুলিশ সুপার বিশপ সরকার দায়িত্ব নিয়ে চোপড়া বিধানসভা কেন্দ্রের সুজালি গ্রাম উপর বিশেষ নজরদারির ব্যবস্থা করেছেন।
শনিবার পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর ব্লকের সুজলি গ্রামে নাকা চেকিং এ ব্যাবস্থা করা হয়। নিয়ম মেনে মোটরবাইক চালানোর অভিযোগে বেশ কয়েকজনকে মোটরবাইক চালককে ফাইন করা হয়েছে।
পুলিশের নিয়ম মানতে না চাওয়ার অভিযোগে এক মোটরবাইক চালককে আটক করে। পুলিশ সুপার বিশপ সরকার এই নাকা চেকিং এ উপস্থিত ছিলেন।
গত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম। বোমা, গুলি আওয়াজে এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছিল।
পুলিশকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। পুলিশ সুপারের বদল হলেও পরিস্থিতির তেমন কোন উন্নতি হয় নি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এলাকা অশান্ত থাকলে নির্বাচন করা অসম্ভব হয়ে পড়বে। তাই আগেভাবে এলাকায় পুলিশী দখলদারি কায়েম করতে সচেষ্টে হয়েছে পুলিশ জেলা। পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছে, সীমান্তবর্তি এলাকা সুজালি গ্রাম। থানা থেকে বেশ কিছুটা দূরে এই গ্রাম। এই গ্রামের আশেপাশে দুটি পুলিশ ফাঁড়ি। একটি রামগঞ্জ অন্যটি পাটাগড়া পুলিশ ফাঁড়ির পুলিশ নজরদারি চালায়। পুলিশ সর্বদাই সাধারন মানুষের পাশে থাকে। পুলিশের আশা সাধারন মানুষ সরকার। খুশি সাধারণ মানুষ।