আড়াই কোটি টাকার সোনা উদ্ধার, গ্রেপ্তার দুই পাচারকারী

শিলিগুড়ি, ৪ মার্চ: কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তরের (ডিআরআই) অভিযানে গ্রেপ্তার দুই সোনা পাচারকারী। পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয় ৫০ টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ৫ কেজি ৮০০ গ্রাম সোনা। ওই সোনার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। ধৃতদের নাম হাসানুর জামান ও লতিফ রহমান।
কেন্দ্রীয় রাজস্ব ও গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ধৃতরা দুবাই থেকে বাংলাদেশ হয়ে কোচবিহার আসে। সেখান থেকে বাসে মালদা ও মূর্শিদাবাদে সোনাগুলি পাচারের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ির বিধাননগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বাড়ি দিনহাটায়। বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত।