শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারি:
আজ মঙ্গলবার শিলুগুড়িতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিকালে ৩ টা নাগাদ তার সভা রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। এখানে তিনি বহু প্রকল্পের শিল্যানাস ও উদ্বোধন করবেন। সামাজিক সহায়তা প্রদান করবেন। তিনি বাগডোগরা নেমে স্টেডিয়ামে যাবেন বলে জানাগেছে।। এরপর সভা শেষে ফুলবাড়ি উত্তরকন্যা আসতে পারেন। এখানে থেকে পরের দিন বুধবার উত্তরকন্যার কাছে ভিডিওকনের মাঠে পূর্ব ধনতলা হেলিপ্যাড থেকে মেঘালয় যেতে পারেন।
তাঁর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজ ভাষা দিবসে দুপুর ১২টায় দেশপ্রিয় পার্কে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। শেষে তিনি শিলিগুড়ি যাবেন। সেখানে পালিত হবে ভাষা দিবস। পরদিন ২২ ফেব্রুয়ারি তিনি মেঘালয়ে যাচ্ছেন। দুপুরে তুরা লোকসভা কেন্দ্রের রাজাবালা বিধানসভায় তাঁর সভা রয়েছে। অভিষেক ছাড়াও মুকুল সাংমা, মানশ ভূঁইয়া ও মেঘালয়ের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তার বৈঠকের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মানস ভূঁইয়া, মহুয়া মৈত্র, অজয় ঘোষ। সর্বভারতীয় তৃণমূল টুইট করেছে যে মেঘালয়ে উজ্জ্বল দিন ফিরে আসছে। সুন্দর এই পাহাড়ি এলাকায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক।
27 ফেব্রুয়ারি ভোট ।
এদিকে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে ব্যাপক প্রস্তুতি। রাস্তা ও যানবাহন নিয়ন্ত্রণে থেকে অনেকটা সময়। শহরের এলে তাই সময় ও নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে।