Home রাজ্য উত্তরবঙ্গ আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

শিলিগুড়ি, ১২ মার্চ: আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। পরীক্ষা চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। সব জায়গায় প্রস্তুতি। নকল রুখতে এবার পরীক্ষা কেন্দ্রে বাড়ানো হবে গার্ড। আগে যেখানে ২ জন থাকতেন। এখন একজন বারোনো হবে। তিনি মোবাইল চেকার হিসাবে থাকবেন। মোবাইল সহ কোনো গ্যাজেট নিয়ে ঢোকে কিনা তিনি দেখবেন। এর পাশাপাশি সিসি ক্যামেরার নজরদারিতে পরীক্ষা হবে। মাধ্যমিকের মতো বন্ধ রাখা হবে কিছু এলাকার নেট পরিষেবা।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে স্পর্শকাতর কেন্দ্রে বসানো সিসি ক্যামেরা রাখা থাকবে নজর এড়ানো জায়গায়। তা থাকবে একমাত্র প্রধান শিক্ষকের গোচরে। এছাড়া প্রতিটি জেলার জেলাশাসকের কাছে চিঠি দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় নজরদারি চালানোর কথা বলা হয়েছে। কোনওরকম প্রযুক্তির ব্যবহার হচ্ছে কিনা তার দিকেও নজরদারি চলবে। পরীক্ষাকেন্দ্রগুলোয় জারি থাকবে ১৪৪ ধারা। বন্ধ রাখতে হবে জেরক্স দোকান। মাইক। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছে, কোনও পরীক্ষার্থী মোবাইল-সহ হলে ঢুকলে তাঁর পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষার্থীদের হলে প্রবেশের আগে প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
কোনও স্কুলে যদি নকল করা বা অন্য কোনও পরীক্ষাজনিত সমস্যা তৈরি হয়, তাহলে সংশ্লিষ্ট স্কুলের রেজিস্ট্রেশনও বাতিল করে দিতে পারে সংসদ। সেই মর্মে নির্দেশিকাও পাঠানো হয়েছে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার দায় বর্তাচ্ছে স্কুলগুলোর উপরই।
শিলিগুড়িতে ৩৯ টি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষার শুরু হবে সকাল ১০ টা থেকে। চলবে সওয়া ১ টা পর্যন্ত। আধ ঘণ্টা আগে হলে ঢুকতে হবে। প্রথম এক ঘণ্টা পরীক্ষাকেন্দ্রের বাইরে যাওয়ার অনুমতি মিলবে না। একই নিয়ম চালু থাকছে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক, সংসদ প্রতিনিধি থেকে সকলের ক্ষেত্রেই। পর্ষদ সূত্রে জানাগেছে, গত বছরের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার। এদিকে প্রশাসন প্রস্তুত। রাস্তায় থাকবে স্বেচ্ছাসেবীরা। রয়েছে বিনামূল্যে সরকারি বাস থাকবে। পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা থাকবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও নেমে যাওয়া হবে। এবিভিপি, তৃণমূল ছাত্র পরিষদ, কংগ্রেস, এসএফআই পরীক্ষার্থীদের স্কুলের সামনে জলের কলম তুলে দেবে।