Home রাজ্য উত্তরবঙ্গ আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে শিলিগুড়ির হংকং মার্কেট

আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে শিলিগুড়ির হংকং মার্কেট

শিলিগুড়ি, ২২ জুন: করোনার জেরে শিলিগুড়িতে আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে হংকং মার্কেট। লকডাউনের পর মাঝে কিছুদিন বাজার খুললেও ব্যবসায়ীরা শিলিগুড়ির পরিস্থিতির কথা ভেবে সিদ্ধান্ত নেন ভিড়ভাট্টা এড়াতে। স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা যাচ্ছিল না। সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছিল। সমস্ত ব্যবসায়ী মার্কেটের একজোট হয়ে আপাতত সিদ্ধান্ত নেন মার্কেট বন্ধ রাখার। ইতিমধ্যে এই মার্কেটের সঙ্গে যুক্ত কয়েকজনের সংক্রমণের হদিস মিলেছে। এবার তাই এমন কড়া সিদ্ধান্ত নিতে হয়েছে ব্যবসায়ীদের। মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানাগেছে প্রাথমিকভাবে ৩০ জুন পর্যন্ত এই মার্কেট বন্ধ থাকবে। পরবর্তীতে ভাবা হবে খোলা হবে কিনা।