Home রাজ্য আজ থেকে নতুন নিয়মে রেশন বিলি করা হচ্ছে

আজ থেকে নতুন নিয়মে রেশন বিলি করা হচ্ছে

শিলিগুড়ি, ১ মে: আজ থেকে রেশনে কার্ড পিছু ( PHH,SPHH,AAY) কার্ডে চাল আটা মিলিয়ে ১০ কেজি খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার কার্ডে ৫ কেজি খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। কোনো পরিবারে ৫ কার্ড থাকলে সে ওপরে পঞ্চাশ কেজি, সর্ব নিম্ন পঁচিশ কেজি খাদ্য সামগ্রী পাবেন।
আজ থেকে শুরু রেশন ডিলারের মাধ্যমে উপভোক্তাদের জন্য দ্বিতীয় মাসের খাদ্য সামগ্রী বিতরণ শুরু হল। উপভোক্তারা গত মাসে যে পরিমাণ চাল পেয়েছেন এই মাসে কার্ড পিছু অতিরিক্ত ৫ কেজি করে চাল পাবেন।
এ মাসের খাদ্য সামগ্রী বিতরণ নিম্নরূপ –

  • AAY কার্ডধারী পরিবার পিছু ১৫ কেজি চাল এবং ২০ প্যাকেট আটা পেতেন। এ মাসে ওই খাদ্য সামগ্রী ছাড়াও কার্ড পিছু অতিরিক্ত ৫ কেজি করে চাল পাবে। ( উদাহরণ, AAY কার্ডধারী পরিবারের ৪ টি কার্ড থাকলে ১৫+২০ মোট ৩৫ কেজি চাল এবং ২০ প্যাকেট আটা পাবে ) । এছাড়া পরিবার পিছু ৩ কেজি চিনি পাবে ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে।
  • PHH এবং SPHH কার্ডধারী আগে কার্ড পিছু ২ কেজি চাল এবং ৩ প্যাকেট আটা পেতেন। এ মাসে ওই পরিমাণ ছাড়াও কার্ড পিছু ৫ কেজি করে চাল পাবে। অর্থাৎ কার্ড পিছু ৭ কেজি চাল ও ৩ প্যাকেট আটা পাবে।
  • RKSY I এবং RKSY II কার্ডধারী কার্ড পিছু ৫ কেজি করে চাল পাবে।
  • RKSY I এবং RKSY II কুপন থাকলে তারাও কার্ড পিছু ৫ কেজি করে চাল পাবে।

চিনি বাদে সবই বিনামূল্যে। তবে অতিরিক্ত চালের ক্ষেত্রে আতপ চাল হতে পারে।

বিঃদ্রঃ-তাই যাদের রেশন কার্ড নেই তাদের মধ্যে খাদ্য সামগ্রী বন্টন করুন। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বরাদ্দ একসাথে দেওয়া হচ্ছে।