আজ থেকে চলবে দূরপাল্লার ২০০ ট্রেন

এইচ.এন.ডেস্ক, ১ জুন: আজ থেকে চলবে ২০০টি দূরপাল্লার ট্রেন। দেশজুড়ে এই যাত্রী পরিষেবা দেওয়া হবে । তবে ট্রেনে অসংরক্ষিত আসন থাকবে না। কনফার্মড টিকিট থাকলেই ট্রেনে ওঠার ছাড়পত্র মিলবে।
অনলাইনে একমাত্র IRCTC-র ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করা যাবে। এ ছাড়া পোস্ট অফিস, যাত্রী টিকিট সুবিধা সেবা কেন্দ্র-সহ কম্পিউটারাইজড PRS কাউন্টারগুলি থেকেও ট্রেনের টিকিট কাটতে পারবেন। তবে ‘এজেন্ট’দের মাধ্যমে টিকিট বুকিং বৈধ নয় বলে জানা গিয়েছে। সফরের ৩০ দিন আগে পর্যন্ত টিকিট বুকিংয়ের সুযোগ রয়েছে। তবে তৎকাল বা প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের সুযোগ থাকছে না।
ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ৪ ঘণ্টা আগে প্রথম চার্ট প্রস্তত করা হবে। দ্বিতীয় চার্ট প্রস্তুত করা হবে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে।
রেলের পক্ষ থেকে চাদর, বালিশ, কম্বল ইত্যাদি দেওয়া হবে না। দেখে নিন ট্রেনের তালিকা –

সংগৃহীত