আজ থেকে অরিজিৎ সিং এর শিলিগুড়ির কনসার্টের টিকিট পাওয়া যাবে

শিলিগুড়ি, ৩ মার্চ: আজ ৩ মার্চ থেকে টিকিট মিলবে। শিলিগুড়ি কাঁপাতে অরিজিৎ সিং অবশেষে আসছেন। এবার পাকাপাকি দিন ঠিক হয়ে গেল। প্রথমে ঠিক হয়েছিল ১ এপ্রিল শিলিগুড়িতে লাইভ কনসার্টে আসবেন ভূবন কাঁপানো এই শিল্পী। কিন্তু অনুষ্ঠানের দিন এগোতেই অরিজিৎ সিংয়ের কনসার্ট পিছিয়ে গেল। সেসময় পরীক্ষা থাকায় আরও পেছতে হল। এবার দিন ঠিক হল ৪ এপ্রিল। আর সেসঙ্গে জানিয়ে দেওয়া হল টিকিট প্রাপ্তির ঠিকানা। অনলাইনে ”বুক মাই শো” এই ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট।
আজ ৩ মার্চ থেকেই এই টিকিট মিলবে। অনুষ্ঠানের বিস্তারিত জানাতে বুধবার সাংবাদিক বৈঠক করেন উদ্যোক্তারা। এই প্রোগ্রামের আর্টিস্ট কোঅর্ডিনেটর বনি ঘোষ বলেন, আমরা অনেক চেষ্টা করে বহু বছর পরে এতবড় শিল্পী আনতে পারছি। সমস্ত আয়োজন এবার ঠিক হয়েছে। ৪ এপ্রিল সাড়ে ছটা থেকে শুরু হবে অনুষ্ঠান।
তবে গেট খোলা হবে পাঁচটা নাগাদ । সমস্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অরিজিৎ কত ঘন্টা প্রোগ্রাম হবে তা ঠিক হয়নি। তবে ৩ থেকে ৪ ঘন্টা টানা একক গান গাইবেন অরিজিৎ। পাঁচ বছরের উপরে সবার টিকিট লাগবে। তবে ৫ বছরের নিচের বয়সের কাউকে অনুমোদন দেওয়া হবে না অনুষ্ঠানে। ১৪ হাজার সিট ক্যাপাসিটি রাখা হয়েছে। সোফা, ডায়মন্ড, গোল্ড, ব্রোঞ্জ , সিলভার এই ধরনের ৫ ক্যাটাগরিতে টিকিট করা হয়েছে। পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে কয়েকটি জায়গাতে। টিকিটের সঙ্গে সেটা জানিয়ে দেওয়া হবে। টিকিটের সঙ্গে একইসঙ্গে অন্য জেলা থেকে যারা কনসার্ট শুনতে আসবেন তাদের জন্য বাসের ব্যবস্থাও করা হবে । সে নিয়ে কথাবার্তা চলছে সরকারি এবং বেসরকারি পরিবহন সংস্থার সঙ্গে। অনলাইনে বুক মাই শো তে যারা টিকিট কাটতে পারবেন না তারা নানা জায়গাতে কাউন্টার পাবেন। সেখান থেকেও টিকিট কেটে নিতে পারবেন। এখন টিকিটের দাম ঠিক হয়নি। আজ থেকেই জানা যাবে।

কাঞ্চনজঙ্ঘার মাঠে অনুষ্ঠান হবে। গ্যালারি অনুমোদন পাওয়া যায়নি। তাই টিকিটের দাম এখনো পুরোপুরি জানাতে পারেনি। কলকাতার চেয়ে কম হবে বলেই উদ্যোক্তারা জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তা বিএস এন্টারটেইনমেন্টের পক্ষে দেবাংশু পাল চৌধুরী বলেন আমরা সমস্ত রকম সহযোগিতা পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে। তাই আশা করি সুন্দর একটি অনুষ্ঠান হবে।

এই অনুষ্ঠানের মেন্টর জয়ন্ত মৌলিক এবং ডিএস এন্টারটেইনমেন্টের সম্পাদক শঙ্খব্রত বাগচী বলেন দীর্ঘ বছর বড় শো হচ্ছে। শিলুগুড়িতে প্রথম শো করতে আসছেন অরিজিৎ সিং।