Home রাজ্য উত্তরবঙ্গ আজ করোনা থেকে সুস্থ হলেন আরও ৪ জন

আজ করোনা থেকে সুস্থ হলেন আরও ৪ জন

শিলিগুড়ি, ১৭ এপ্রিল

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত আরো ৪ জন সুস্থ হয়ে ফিরলেন ঘরে।শুক্রবার তাদের ছুটি মিলল। রাজ্য সরকারের অধিগৃহীত নার্সিংহোম চাং সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এই ৪ জনের ছুটি মেলায় এখান থেকে সুস্থ হয়ে ঘরে ফিরলেন মোট ১১ জন। এখনো আরও ৩ জন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তারাও সুস্থ হওয়ার পথে। কাল কিংবা পরশু তাদের ছুটি মিলতে পারে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। একে অত্যন্ত খুশির খবর বলে জানিয়েছেন করোনা নিয়ে রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্সের সদস্য তথা উত্তরবঙ্গের পর্যবেক্ষক ডাঃ গোপালকৃষ্ণ ঢালি।

এদিন তিনি বলেন, নতুন করে আর আশঙ্কার খবর এখন নেই। শিলিগুড়ির যে প্রবীন ডাক্তার বৃহস্পতিবার এখানে ভর্তি হয়েছিলেন তারও প্রথম পরীক্ষায় নেগেটিভ এসেছে। কিন্তু আমাদেরকে সব সময় সজাগ ও সতর্ক থাকতে হবে। লকডাউন মানতেই হবে। অযথা ঘর থেকে বের হওয়া যাবে না।হাসপাতাল সূত্রে জানাগেছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথমদিকে দুজন করোনা আক্রান্তর মৃত্যু হয়। তাদের মধ্যে একজন কালিম্পংয়ের বাসিন্দা মৃত মহিলা অন্যজন রেলকর্মী।তাদের পরিবারের এবং তিনি যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। তারা এক এক করে এবাট সবাই ছুটি নিয়ে ঘরে ফিরে গেছেন। সবাই সুস্থ। পরবর্তীতে নার্স এবং তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের করোনা পজিটিভ ধরা পড়ে।

সব মিলে এখন পর্যন্ত ১৭ জন করোনা পজেটিভ ধরা পড়ে। তাদের মধ্যে ১১ জনের ছুটি ২ জনের মৃত্যু। এখন আর ৪ জন রয়েছেন। বৃহস্পতিবার শিলিগুড়ির ওই প্রবীণ চিকিৎসক উপসর্গ নিয়ে ভর্তি জলে রাতে পরীক্ষা হয়েছে। তাতে নেগেটিভ এসেছে। এতে ওই চিকিৎককে ঘিরে আশঙ্কা কেটে গেল ।