আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র সহ গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী

মালদা, ১০ সেপ্টেম্বর: দুইটি আগ্নেয়াস্ত্র, কাতুর্জ ও ধারাল অস্ত্র সহ পাঁচ দুস্কূতিকে গ্রেপ্তার করল মালদার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। মোজপুর সেতুর কাছ থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম সফিকুল শেখ(৩৩), আক্তার আলম(২৪), আমিরুল শেখ(৪০), আবরাউল মোমিন(২৩), মাসিদুর শেখ(২১)। প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন গোলাপগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার অর্ন্তগত মোজপুর সেতুর কাছ থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে। তাদেরকে তল্লাশী চালালে কার্তুজ সহ দুইটি পাইপ গান ও হাঁসয়া উদ্ধার হয়। তবে তারা কি উদ্দ্যেশে সেখানে জমায়েত হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।