আগুন বেড়েই চলছে জ্বলছে বিস্তীর্ণ এলাকা

এইচ এন ডেস্ক, ৮ এপ্রিল: লকডাউনের মধ্যে আবার বিপর্যয়। সবুজে আঘাত। পুড়ে যাচ্ছে পাহাড়ি জঙ্গল, গাছপালা। এই রাজ্যেই। দক্ষিণবঙ্গের অরণ্য পাহাড়। জানাগেছে, প্রায় ১২ ঘণ্টা ধরে জ্বলছে বাঁকুড়া জেলার ছাতনা থানা এলাকার শুশুনিয়া পাহাড়। এতে বহু জীবজন্তুর মৃত্যুর আশঙ্কা। সরকারি সূত্রের খবর, বুধবার রাত ১০টা নাগাদ এই ঘটনা শুরু। পাহাড়ের একাংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মীরা। আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। নিজস্ব প্রতিনিধি সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই পাহাড়ের কিছু এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা পাহাড়ে।
গ্রামবাসীরা জানিয়েছেন, কিছুদিন ধরেই পাহাড়ের জঙ্গলে আগুন দেখতে পাওয়া যাচ্ছিল। মঙ্গলরাতে সেই আগুন বড় আকার নেয়। পাহাড়ের বড় অংশে ছড়িয়ে পড়ে। গোটা পাহাড়ে আগুন ছড়িয়ে গেছে। পাহাড় জুড়ে আগুন দেখে বহু মানুষ ভিড় জমিয়েছেন শুশুনিয়া পাহাড়ের নীচে। তাঁদের অনুমান, পাহাড়ের শুকনো পাতায় আগুন লেগে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে।
তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে কিনা, এবিষয়ে তাঁরা কিছু জানাতে পারেননি এখনও। এদিকে সূত্রের খবর, ওখানে এই সময় প্রতি বছরই ধারা উৎসব বলে একটা পরব হয়। তাতে স্থানীয় লোকেরা পাহাড়ে পড়ে থাকা শুকনো পাতা ও ময়লা পুড়িয়ে দেয়। ওটা নাকি উৎসবেরই অঙ্গ। এবছর লকডাউনের ফলে উৎসব হচ্ছে না। তবে মেলা কমিটির লোকেরা এলাকা পরিস্কারের জন্য পাহাড়ের নিচের দিকে একটা ছোট্ট অংশে আগুন লাগিয়েছে। প্রতি বছরই নাকি এভাবে আগুন লাগানো হয়‌!‌
হয়তো তা থেকেই পুড়তে থাকা শুশুনিয়া পাহাড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে একেবারে আগ্নেয়গিরির মতো জ্বলছে।
কিছুদিন আগে অ্যামাজনের জঙ্গল এবং শেষে অস্ট্রেলিয়ার জঙ্গলকে জ্বলে পুড়ে খাক হয়ে যেতে দেখা গেছে। শেষ হয়ে গিয়েছিল বহু প্রাণী। এবার যেন সেই ছবিই ধরা পড়ল রাজ্যে। ফলে পরিবেশ ও প্রাণী ধ্বংসের একটা আশঙ্কা দেখা দিয়েছে।