ঢাকা, ২৭ ফেব্রুয়ারি: ভোর রাতে আগুন। বাংলাদেশের রাজধানী ঢাকার মগবাজার এলাকায়। সেখানে একটি আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটে। এ পর্যন্ত এক শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। ভবনটি থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পর পর আসে।
এদিন ভোর পাঁচটার কিছু পরে আগুনে নিয়ন্ত্রণে আনে। ছয়তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনের তিন তলা পর্যন্ত ছিল গার্মেন্টস কারখানা। যেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ তারা দেখতে পেয়েছেন।
আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
দমকল ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এই আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যায় দমকল বাহিনী। স্থানীয়রাও প্রথম হাত লাগান। কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনা যায়নি। পরবর্তীতে দমকল এসে নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।