আগুনে পুড়ে ছাই হল সোনা গয়না টাকা পয়সা

মালদা, ২৭ ফেব্রুয়ারি: মালদার মানিকচকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই বসত বাড়ি সহ ঘরের ভিতরে রাখা আসবাবপত্র, খাদ্য সামগ্রী, নগদ টাকা সহ প্রয়োজনীয় নথিপত্র।
ঘটনাটি নুরপুর লালবাথানি দক্ষিনপাড়া এলাকায়। স্থানীয় সুএে জানা গেছে,দক্ষিন পাড়া এলাকার বাসিন্দা চাঁদ মদন ঘোষের বাড়িতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
চাঁদ মোদন ঘোষ এবং দুই ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। বাড়ি স্ত্রী ও বৌমা থাকেন। পরিবারের অনুমান বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন লাগে।আগুনের তীব্রতায় দুইটি ঘর সম্পর্ন পুড়ে ছাই হয়ে যায়।ঘরে থাকা জামাকাপড়, খাদ্য সামগ্রী, নগদ টাকা, সোনার গহনা এবং প্রয়োজনীয় নথিপএ আগুনে পুড়ে যায় বলে জানা গেছে।পরিবারের লোকজনের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষেরা তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। অসহায় হয়ে পড়ে পরিবারটি।