Home দেশ আগামী ৮ জানুয়ারি ভারত বনধের ডাক

আগামী ৮ জানুয়ারি ভারত বনধের ডাক

এইচ. এন. ডেস্ক, ১ ডিসেম্বর: আগামী 8 জানুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের যৌথ মঞ্চ। দ্রব্যমূল্য কমানো, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন শিল্প বেসরকারিকরণের বিরোধিতা এবং এনআরসি বাতিল করা সহ ১২ দফা দাবিতে ওই বনধের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির আহ্বায়ক দেবব্রত বলেন, বনধের সমর্থনে আগামী ১০ ডিসেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পদযাত্রা করে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সমাবেশ করা হবে। পদযাত্রা ও বনধের প্রস্তুতির ব্যাপারে শনিবার ময়নাগুড়ি কংগ্রেস কার্যালয় আইএনটিইউসির পক্ষ থেকে এক সভা করা হয়। এরপর মিছিল করা হয় ময়নাগুড়িতে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তথা জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মা, আইএনটিইউসির রাজ্য সম্পাদক মনিকুমার দার্নাল, জেলা সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, ব্লক সভাপতি পূন্যদেব রায়, প্রদীপ ঘোষাল প্রমুখ।