Home রাজ্য * আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রেল পরিষেবা

* আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রেল পরিষেবা

এইচ.এন.ডেস্ক, ১০ আগস্ট: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে রেল পরিষেবা। মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন পরিষেবাও বন্ধ থাকবে। তবে সমস্ত স্পেশাল মেল ও এক্সপ্রেস ট্রেন আগের মতোই চলবে বলে সোমবার রেল দপ্তর সূত্রে এ খবর জানা গিয়েছে।
এর আগে রেলের তরফে ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। কিন্তু দেশে যেভাবে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হলে সংক্রমণ আরও ছড়াতে পারে ভেবে এই সিদ্ধান্ত বলে মনে করছে বিভিন্ন মহল।