আগস্ট মাসে সারা রাজ্যে ৯ দিন কমপ্লিট লকডাউন

কলকাতা, ২৯ জুলাই: আগস্ট মাসে সারা রাজ্যে ৯ দিন কমপ্লিট লকডাউন থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই লকডাউনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, এমনিতেই লকডাউন চলছে। তার মধ্যেও ৯ দিন পুরোপুরি লকডাউন করা হচ্ছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। চাই আক্রান্তের চেনকে ভাঙতে লকডাউন প্রয়োজন।

এ কারণে আগস্ট মাসের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখ সারা রাজ্যে কমপ্লিট লকডাউন হবে। ওই লকডাউন এর ফলে মানুষের অসুবিধা হবে ঠিকই, তবুও ওই কয়েকদিন লকডাউন মেনে চলার জন্য মুখ্যমন্ত্রী সকলের কাছে আহ্বান জানিয়েছেন।