Home রাজ্য উত্তরবঙ্গ অসহায় পরিবারগুলিকে সাহায্য দিল পাওয়ারগ্রিড

অসহায় পরিবারগুলিকে সাহায্য দিল পাওয়ারগ্রিড

রাজগঞ্জ, ৫ এপ্রিল: লকডাউনের জেরে অসহায় হয়ে পড়া ৩৫০ দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করে পাওয়ারগ্রিড। রবিবার শিলিগুড়ির কাছে বলরাম পাওয়ারগ্রিড এবং কামরাঙ্গাগুড়ি পাওয়ারগ্রিডের পক্ষ থেকে ওই সাহায্য দেওয়া হয়। সিএসআর প্রকল্পের মাধ্যমে বলরাম পাওয়ারগ্রিড থেকে ২৫০ পরিবার এবং কামরাঙ্গাগুড়ি পাওয়ারগ্রিড থেকে ১০০ পরিবারকে সাহায্য করা হয়। প্রতিটি পরিবারকে ১২ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু , ২ কেজি পেঁয়াজ, ১ কেজি সরিষার তেল এবং এক প্যাকেট করে লবণ দেওয়া হয়।